ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

জার্মানিতে মাইক্রোবাস দুর্ঘটনা, চালকসহ নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৮
জার্মানিতে মাইক্রোবাস দুর্ঘটনা, চালকসহ নিহত ৪ ছবি: সংগৃহীত

ঢাকা: জার্মানির পশ্চিমে মুয়েনস্টার শহরে লোকজনের চলমান ভিড়ে একটি মাইক্রোবাস উঠে চালকসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।

শনিবার (০৭ এপ্রিল) এ ঘটনা ঘটেছে বলে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ সংস্থা থেকে জানা যায়।

সংবাদমাধ্যমগুলো বলছে, এ ঘটনায় চালকসহ চারজন মারা গেছেন এবং আহত হয়েছেন অন্তত ৩০ জন।

এদিকে, পুলিশ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেছে, জনতার ভিড়ে মাইক্রোবাস উঠে এ দুর্ঘটনা ঘটেছে। তবে এর কারণ সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৮/আপডেট ২২২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।