ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রাজিলে কারাগারে দাঙ্গায় নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
ব্রাজিলে কারাগারে দাঙ্গায় নিহত ২০ সান্তা ইজাবেল কারাফটোক। ছবি: সংগৃহীত

ঢাকা: ব্রাজিলের উত্তরাঞ্চলীয় শহর বেলেমের একটি কারাগারে বন্দিরা দাঙ্গা সৃষ্টি করে একযোগে পালানোর প্রচেষ্টা চালালে সংঘর্ষে ২০ জন নিহত হয়েছে।

বুধবার (১১ এপ্রিল) অন্তর্জাতিক সংবাদমাধ্যগুলোর খবরে জানা যায়, বেলেমের ‘সান্তা ইজাবেল প্রিজনে'র বন্দিরা কারাগারের একটি দেয়ালে বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করে।  বন্দিদের পালিয়ে যাওয়ায় সহায়তা করার জন্য এসময় কাগারের বাইরে থেকে একদল বন্দুকধারী আক্রমণ চালায়।

 

স্থানীয় নিরাপত্তাবাহিনী বিবৃতিতে জানায়, এ দুইমুখী আক্রমণে একজন কারারক্ষী এবং ১৯ জন কারাবন্দি ও তাদের সহায়তাকারী নিহত হন। গোলাগুলিতে কমপক্ষে চারজন কারারক্ষী আহত হয়েছেন।

এ ঘটনায় কোনো বন্দি কারাগার থেকে পালাতে সক্ষম হয়েছে কিনা, তা নিশ্চিত নয় কর্তৃপক্ষ।  

গতবছর দেশটির মানাউস শহরের একটি কারাগারে বন্দিদের বিদ্রোহে ৫৬ জন নিহতের ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।