ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় আরও ৪ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৮
গাজায় আরও ৪ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েল গাজায় চলছে বিক্ষোভ

ঢাকা: গাজায় ফিলিস্তিনিদের প্রতিবাদ সমাবেশে গুলি চালিয়ে ইসরায়েলি বাহিনী আরও চারজন ফিলিস্তিনিকে হত্যা করেছে। এসময় আহত হয়েছে কমপক্ষে ৭২৯ জন। 

স্থানীয় সময় শুক্রবার (২০ এপ্রিল) এ ঘটনা ঘটে। এ খবর জানাচ্ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।

৩০ মার্চ থেকে চলা প্রতি শুক্রবারের এ প্রতিবাদ সমাবেশের এটি ছিল চতুর্থ কর্মসূচি। এর আগে এই প্রতিবাদ সমাবেশে ইসরায়েলি বাহিনী ৩৯ জনকে হত্যা করে।  

ফিলিস্তিন কর্তৃপক্ষ জানায়, শুক্রবার গাজা উপত্যকার উত্তরের জাবালিয়ার মোহাম্মদ ইব্রাহিম আইয়ুব নামে ১৫ বছরের একজনসহ মোট চারজনকে হত্যা করা হয়েছে।  

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কাদরি জানিয়েছেন, ইসরায়েলি বাহিনীর এ হামলায় ৪৫ জন শিশুসহ কমপক্ষে ৭২৯ জন আহত হন।  

নিহত চারজনের তিনজন হলেন- আহমেদ রশিদ (২৪), আহমেদ আবু আকিল (২৫) এবং সাদ আব্দুল মজিদ আব্দুল আল আবু তাহা (২৯)।  

বাংলাদেশ সময়: ০৩৫৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৮ 
এসকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।