ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

কাবুলে বিস্ফোরণে নিহত ৩১, আহত ৫৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
কাবুলে বিস্ফোরণে নিহত ৩১, আহত ৫৫ বিস্ফোরণে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়

আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বিস্ফোরণে কমপক্ষে ৩১ জন নিহত ও ৫৫ জন আহত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ খবর জানিয়েছে।

কাবুলের ভারপ্রাপ্ত পুলিশ প্রধান মোহাম্মদ দাউদ আমিন জানান, স্থানীয় সময় রোববার (২২ এপ্রিল) সকাল ১০টা নাগাদ জাতীয় পরিচয়পত্র বিতরণ কেন্দ্রের দরজায় হামলাকারী বিস্ফোরণ ঘটালে এতো সংখ্যক মানুষের হতাহতের ঘটনা ঘটে।

এদিকে নিজস্ব সংবাদ সংস্থা ‘আমাক’ এর মাধ্যমে হামলার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

বিস্ফোরণের পরপরই দ্রুত ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও উদ্ধারকর্মী পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। এ ঘটনায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র।  

হামলাস্থল কাবুলের পশ্চিমাঞ্চলীয় দাশ-ই-বারচি শিয়া সম্প্রদায়ের লোকজনের বসবাস এলাকা হিসেবে পরিচিত।  

আগামী ২০ অক্টোবর অনুষ্ঠেয় বহু ‘প্রতিক্ষিত’ সংসদ নির্বাচনকে ঘিরে দেশটিতে সম্প্রতি বেশ কয়েকটি সন্ত্রাসী হামলায় বহু মানুষ নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।