ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

গড়চিরৌলিতে পুলিশের অভিযান, গুলিতে ১৪ মাওবাদী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
গড়চিরৌলিতে পুলিশের অভিযান, গুলিতে ১৪ মাওবাদী নিহত ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের গড়চিরৌলিতে পুলিশের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুলিতে ১৪ মাওবাদী নিহত হয়েছেন।

রোববার (২২ এপ্রিল) সকালে গড়চিরৌলি জেলার বোরিয়া বনাঞ্চলের এটাপল্লিতে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানায়, মাওবাদীরা সংগঠন চালানোর জন্য বনাঞ্চল থেকে তেন্দু পাতা তুলে, তা বিক্রি করে টাকা সংগ্রহ করেন। রোববার সকালে তেন্দু পাতা তুলতে তারা গড়চিরৌলির বোরিয়া বনাঞ্চলে ঢুকেন। এসময় মাওবাদীদের জন্য তাড়াগাভ এলাকায় ওঁত পেতে থাকা পুলিশ তাদের ধরতে অভিযান চালায় এবং তাদের লক্ষ্য করে গুলি শুরু করে। এতে সকাল ১১টা নাগাদ মাওবাদীরাও পুলিশের দিকে এলোপাথারি গুলিবর্ষণ শুরু করেন। এ মুখোমুখি সংঘর্ষের প্রায় এক ঘণ্টা পর পুলিশের গুলিতে ১৪ মাওবাদী নিহত হন।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।