ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সিনিয়র বুশ আইসিইউতে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
সিনিয়র বুশ আইসিইউতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি জর্জ এইচ ডব্লিউ বুশ।

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি জর্জ এইচ ডব্লিউ বুশ অসুস্থ হয়ে হিউস্টন মেথডিস্ট হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন। 

রোববার (২২ এপ্রিল) সকালে সিনিয়র বুশকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।

স্পিকার জিম ম্যাকগ্রাথ এক বিবৃতিতে জানিয়েছেন, চিকিৎসকরা তাকে আইসিইউতে রেখেছেন এবং তিনিও চিকিৎসায় সাড়া দিচ্ছেন।

বিবৃতিতে জানানো হয়, সিনিয়র বুশের রক্ত সংক্রমণের ফলে সেপসিস হতে পারে, যা  সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্টের ‘জীবন-হুমকি’ হতে পারে। হাসপাতালে নেওয়ার আগে থেকেই তিনি গুরুতর অবস্থায় ছিলেন। কয়েক বছর আগে থেকেই তিনি পারকিনসন রোগে ভুগছিলেন, যা তাকে হাঁটতে দিচ্ছিল না। তিনি হুইলচেয়ারে বা স্কুটারের সাহায্যে ঘোরাঘুরি করেন।

শনিবারেই (২১ এপ্রিল) তিনি তার স্ত্রী সাবেক ফার্স্টলেডি বারবারা বুশকে দাফন করেন। স্ত্রীর মৃত্যুতে তিনি মুষড়ে পড়েন।  

স্ত্রী মৃত্যুর পরের দিন, সাবেক রাষ্ট্রপতি একটি বিবৃতিতে বলেন, আমি সবসময়ই বিশ্বাস করতাম বারবারা পৃথিবীর সবচেয়ে সুন্দরীতম নারী।

বাংলাদেশ সময়: ০৭১২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
আরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।