ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

উত্তর প্রদেশে স্কুলবাসে ট্রেনের ধাক্কা, নিহত ১৩ শিশু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৪ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
উত্তর প্রদেশে স্কুলবাসে ট্রেনের ধাক্কা, নিহত ১৩ শিশু দুর্ঘটনাকবলিত স্কুলবাস

ঢাকা: ভারতের উত্তর প্রদেশে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো স্কুলের শিক্ষার্থীবাহী একটি ছোট গাড়ির ১৩ শিশুর। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৭ জন। ডিভাইন পাবলিক স্কুলের বাসটিতে ২৫ জন শিক্ষার্থী ছিল। যাদের সবার বয়স ১০ বছরের নিচে।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) সকালে উত্তর প্রদেশের খুশিনগরের কাছে একটি রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

ভারতের সংবাদমাধ্যমগুলো জানায়, কমিউটার ট্রেনটি গোরাখপুর থেকে সিওয়ান যাচ্ছিল।

এসময় অরক্ষিত একটি রেলক্রসিংয়ের কাছাকাছি স্কুলের বাসটি এলে স্থানীয় একজন ব্যক্তি থামানোর চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায়। দ্রুতগামী ট্রেনটি ধাক্কা দেয় বাসটিকে।

এতে ঘটনাস্থলেই মারা যায় বাসের ১১ শিশু শিক্ষার্থী। হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আরও দ ‘জন। আহত সাতজনের অবস্থাও আশঙ্কাজনক। তাদের ৩০ কিলোমিটার দূরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর রেলওয়ের একজন মুখপাত্র বলেন, বাস চালকের মনোযোগের অভাবে এ দুর্ঘটনা ঘটেছে।

দুর্ঘটনার পর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনাস্থলে মেডিকেল টিমসহ একটি রিলিফ ট্রেন পাঠিয়েছেন। একইসঙ্গে নিহত প্রত্যেকের পরিবারকে দুই লাখ রুপি করে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন।

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ ঘটনায় শোক জানিয়ে টুইট করেছেন।

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।