ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

প্রথমবার যৌথ সামরিক মহড়ায় যাচ্ছে ভারত-পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৬ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
প্রথমবার যৌথ সামরিক মহড়ায় যাচ্ছে ভারত-পাকিস্তান ভারতীয় সমরাস্ত্রের প্রদর্শন

ইতিহাসে প্রথমবারের মতো একসঙ্গে সামরিক মহড়ায় অংশ নিচ্ছে ভারত ও পাকিস্তান। আগামী আগস্টে রাশিয়ার উড়াল পর্বত এলাকায় আয়োজিত বহুজাতিক মহড়ায় অংশ নিতে দেখা যাবে চিরবৈরী দেশ দু’টিকে।

‘পিস মিশন ২০১৮’ শীর্ষক এ মহড়া সাংহাই সহযোগিতা সংগঠনের (এসসিও) একটি কর্মসূচির অংশ। এবারের মহড়ায় সন্ত্রাসবিরোধী অভিযানকে গুরুত্ব দেওয়া হবে।

এতে ভারত-পাকিস্তান ছাড়াও অংশ নেবে চীন ও রাশিয়াসহ এসসিওর মোট আট সদস্য দেশ।

ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে সামরিক মহড়ার এই খবর দেওয়া হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারাম মঙ্গলবার (২৪ এপ্রিল) বলেছেন, তারা উড়াল পর্বতে বহুজাতিক সামরিক মহড়ায় অংশ নেবেন।  

ভারত-পাকিস্তান দেশ দু’টির নাম একসঙ্গে উচ্চারিত হতেই যেন অস্ত্রের ঝনঝনানির শব্দ বাজে কানে। স্বাধীনতার পর থেকেই যে বারবার যুদ্ধে জড়িয়েছে সাম্প্রদায়িক এক তত্ত্বের ভিত্তিতে ১৯৫০ এর দশকে বিভাজিত দেশ দু’টি। এবার প্রথমবারের মতো এমন সামরিক মহড়ার খবর পরমাণু শক্তিধর দু’দেশের সীমান্তেই জ্বালছে ‘আশার আলো’।

অবশ্য যৌথ সামরিক মহড়া এই প্রথম হলেও ভারত ও পাকিস্তানের সৈন্যরা একসঙ্গে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করেছেন। দু’পক্ষই পেয়েছে জাতিসংঘ স্বীকৃতি।

চীন, রাশিয়া, কাজাখস্তান, তাজিকিস্তান ও কিরগিজস্তানের উদ্যোগে ২০০১ সালে এসসিও গঠিত হওয়ার পর প্রতি দু’বছরে এই ‘পিস মিশন’ মহড়ার আয়োজন করা হয়ে থাকে। এসসিওর মোট আট সদস্যের বাকি তিন দেশ হলো ভারত, পাকিস্তান ও উজবেকিস্তান। এছাড়া চারটি দেশ রয়েছে ‘পর্যবেক্ষক’ হিসেবে এবং ছয়টি দেশ রয়েছে ‘সংলাপের অংশীদার’ হিসেবে।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।