ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

১৩ ঘণ্টায় ৩৭ হাজার বজ্রপাত!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৮
১৩ ঘণ্টায় ৩৭ হাজার বজ্রপাত! বজ্রপাতের কারণে প্রতিবছর বাংলাদেশেও অনেক মানুষের প্রাণহানি ঘটে

কালবৈশাখী মৌসুমে ঝড়ের সঙ্গে বজ্রপাতের ঘটনা স্বাভাবিক। ঘনকালো মেঘে চারপাশ চেপে, ধরায় নামা বৃষ্টির সঙ্গে বজ্রপাত জনমনে উদ্রেকও তৈরি করে। তবে ঘণ্টায় দুই হাজার আটশ’র মতো বজ্রপাত প্রকৃতির ‘বিরূপ প্রতিক্রিয়া’ হিসেবেই দেখছেন বিজ্ঞানীরা।

সম্প্রতি ভারতের দক্ষিণাঞ্চলীয় অন্ধ্রপ্রদেশে ১৩ ঘণ্টায় ৩৬ হাজার ৭৪৯টি বজ্রপাতের রেকর্ডের তথ্য জানিয়েছে প্রদেশের দুর্যোগ প্রশমন ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এতে নয় বছরের এক শিশুসহ অন্তত ৯ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।

মৌসুমি বায়ুর প্রভাবে ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবছর ব্যাপক বৃষ্টিপাত হয়। এতে অকাল বন্যায় মানুষ, পশু-পাখির প্রাণহানিসহ ফসল নষ্টের ঘটনা ঘটে।

গত মঙ্গলবারের (২৪ এপ্রিল) বজ্রপাতের এ ঘটনাকে ‘অস্বাভাবিক’ উল্লেখ করে রাষ্ট্রীয় জরুরি অবস্থা পরিচালনা কেন্দ্রের মুখপাত্র কিষাণ শাঙ্কু বলেন, গত বছরের মে মাসজুড়ে রাজ্যটিতে যেখানে ৩০ হাজার বজ্রপাত রেকর্ড করা হয়েছে, সেখানে ১৩ ঘণ্টায় প্রায় ৩৭ হাজার বজ্রপাতের ঘটনা ভাবনায় বিষয়।

তার মতো অনেক বিজ্ঞানী বজ্রপাতের এ ‘অসঙ্গতিপূর্ণ’ ঘটনাকে ‘বৈশ্বিক উষ্ণতা’র কারণ হিসেবে মনে করছেন।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, এপ্র্রিল ২৭, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।