ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রিটেনের নতুন যুবরাজের নাম লুইস আর্থার চার্লস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৮
ব্রিটেনের নতুন যুবরাজের নাম লুইস আর্থার চার্লস জন্মের কিছুক্ষণ পর ডিউক ও ডাচেস অব ক্যামব্রিজের তৃতীয় সন্তান প্রিন্স লুইস অব ক্যামব্রিজ। ছবি: সংগৃহীত

ব্রিটেনের যুবরাজ প্রিন্স উইলিয়াম ও তার পত্নী কেট মিডলটনের সদ্য জন্ম নেওয়া শিশুপুত্রের নাম করা হয়েছে লুইস আর্থার চালর্স। তবে চার্লস নামের শেষ অংশ হলেও ব্রিটিশ রাজবংশের পঞ্চম উত্তরাধিকারী এই যুবরাজ পরিচিত হবেন ‘প্রিন্স লুইস অব ক্যামব্রিজ’ হিসেবে। 

শুক্রবার (২৭ এপ্রিল) ডিউক ও ডাচেস অব ক্যামব্রিজের রাজপ্রাসাদ ‘কেনসিংটন প্যালেসে’র পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।  

জন্মের চারদিন পর শুক্রবার যুবরাজের নাম ঘোষণা করা হলো।

রানি দ্বিতীয় এলিজাবেথের ষষ্ঠ প্রপৌত্র ও উইলিয়াম-কেট দম্পতির সন্তান যুবরাজ লুইস ব্রিটিশ রাজ সিংহাসনের পঞ্চম উত্তরাধিকারী।  

গত ২৩ এপ্রিল লন্ডনের সেন্ট ম্যারি হাসপাতালে জন্ম নেন তিনি। ভূমিষ্ট হওয়ার সময় তার ওজন ছিল ৮ পাউন্ড ৭ আউন্স (প্রায় পৌনে ৪ কেজি)।

আরও পড়ুন>>
** 
উইলিয়াম-কেটের কোলজুড়ে এলো তৃতীয় সন্তান

সদ্যজাত শিশুকে কোলে নিয়ে ডিউক ও ডাচেস অব ক্যামব্রিজ।  ছবি: সংগৃহীত  সংবাদমাধ্যম বলছে, লুইস উইলিয়ামের চতুর্থ নাম ও সেই সঙ্গে আর্ল মাউন্টব্যাটেনের নামের অংশ, উইলিয়ামের বাবা প্রিন্স চার্লসের সঙ্গে মাউন্টব্যাটেনের বেশ ভালো সম্পর্ক ছিল। এছাড়া মাউন্টব্যাটেন প্রিন্স ফিলিপের চাচা ছিলেন, যিনি সদ্যজাত যুবরাজের প্রপৌত্র।  

১৯৮২ সালে এই হাসপাতালেই প্রিন্স উইলিয়ামের জন্ম হয়। তিনি প্রিন্স চার্লস ও প্রিন্সেস ডায়ানার প্রথম সন্তান। ২০১১ সালে উইলিয়ামের সঙ্গে কেটের বিয়ে হয়।  

২০১৩ সালের ২২ জুলাই এ দম্পতির কোলজুড়ে আসে তাদের প্রথম সন্তান প্রিন্স জর্জ। এরপর ২০১৫ সালের ২ মে তাদের ঘর আলোকিত করে দ্বিতীয় সন্তান ও প্রথম কন্যা শার্লট এলিজাবেথ ডায়ানা। তাদের জন্মও হয় সেন্ট ম্যারিতেই।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৮
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।