ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে ছুরিকাঘাতে ৯ শিশুকে হত্যা, আহত ১২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৮
চীনে ছুরিকাঘাতে ৯ শিশুকে হত্যা, আহত ১২

চীনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ৯ স্কুল শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে আরো অন্তত ১২ জন।

দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শানজি প্রদেশের মিঝহি কাউন্টিতে স্থানীয় সময় শুক্রবার (২৭ এপ্রিল) বিকেল ৬টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে।

এ সংক্রান্ত এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানিয়েছে, স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই শিক্ষার্থীরা ছুরি হামলার শিকার হয়।

হঠাৎই হামলাকারী ছুরি নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালায়। ছেলে শিক্ষার্থীরা দৌড়ে পালিয়ে যাওয়ায় নিহতরা অধিকাংশ নারী শিক্ষার্থী।

ওই ঘটনায় হামলাকারীকে হেফাজতে নিয়েছে কর্তৃপক্ষ। আহত শিক্ষার্থীদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রাথমিক হামলাকারীর পরিচয় ও হামলার মোটিভ জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।