ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

উত্তর প্রদেশে ঝড়ে ৭০ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৭ ঘণ্টা, মে ৩, ২০১৮
উত্তর প্রদেশে ঝড়ে ৭০ জনের প্রাণহানি ঝড়ের কবলে উত্তর প্রদেশ/ছবি: সংগৃহীত

ঢাকা: টানা বৃষ্টিপাতের পর ঝড়ে ভারতের উত্তর প্রদেশের পশ্চিমাঞ্চলে অন্তত ৭০ জনের প্রাণহানি হয়েছে।

বৃহস্পতিবার (৩ মে) সকালে এ ঝড় আঘাত হানে বলে জানাচ্ছে ভারতের সংবাদমাধ্যমগুলো।  

৭০ জনের মধ্যে অধিকাংশের মৃত্যু হয়েছে ঘুমন্ত অবস্থায়।

বৃষ্টির পর ঝড়ে নাজুক ঘরের ছাদ ও চাল ধসে তাদের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে ভারতপুরের ১২ জন, আলওয়ারের ৪ জন, ধলপুরের ১১ জন এবং ঝুনঝুনু ও বিকানারের একজন করে রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, মে ০৩, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।