ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

এবারের সাহিত্যে নোবেল পুরস্কার স্থগিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৯ ঘণ্টা, মে ৪, ২০১৮
এবারের সাহিত্যে নোবেল পুরস্কার স্থগিত নোবেল পুরস্কার

ঢাকা: যৌন নিপীড়ন ও হয়রানির অভিযোগে সমালোচনার মুখে পড়ে সুইডিশ একাডেমি এবার সাহিত্যে নোবেল পুরস্কা দেওয়া স্থগিত ঘোষণা করেছে। 

শুক্রবার (০৪ মে) এ ঘোষণা দেওয়া হয় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।  

খবরে বলা হয়, ফরাসি আলোকচিত্রী জাঁ ক্লোদ অ্যারানাল্টকে নিয়ে এ কেলেঙ্কারিতে পড়েছে সুইডিশ একাডেমি।

সম্প্রতি একাডেমি থেকে পদত্যাগ করা ছয় সদস্যের একজন কবি ক্যাটরিনা ফ্রসটেনসনের স্বামী তিনি।  

তার বিরুদ্ধে একাডেমির কর্মকর্তা, সদস্যদের আত্মীয়সহ একাধিকজনকে যৌন নিপীড়ন ও হয়রানির অভিযোগ ওঠেছে।

সুইডিশ একাডেমি জানায়, এবার সাহিত্যে পুরস্কার দেওয়া হবে না। আগামী বছর ২০১৮ ও ২০১৯ সালের দু’টি পুরস্কার একবারে দেওয়া হবে। জনমনে আস্থার ঘাটতি থেকেই এ সিদ্ধান্ত নিয়েছে একাডেমি কর্তৃপক্ষ।  

১৯০১ সালে নোবেল পুরস্কার চালুর পর থেকে এ পুরস্কার ঘিরে এটাই সবচেয়ে বড় কেলেঙ্কারি।  

১৯০১ সাল থেকে সাহিত্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার দিয়ে আসছে সুইডিশ একাডেমি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে সর্বশেষ ১৯৪৩ সালে পুরস্কার দেওয়া স্থগিত করা হয়।  

গত নভেম্বরে ১৮ জন নারী একজনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনেন। পরে ওই ব্যক্তি যে অ্যারানাল্ট, তা শনাক্ত করা হয়। ১৯৯৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি এসব যৌন নিপীড়ন চালান।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, মে ০৪, ২০১৮
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।