ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মাউন্ট কিলাউয়ার লাভায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৯ ঘণ্টা, মে ৫, ২০১৮
মাউন্ট কিলাউয়ার লাভায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত মাউন্ট কিলাউয়া থেকে নতুন করে লাভা নির্গত হচ্ছে

যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের মাউন্ট কিলাউয়া থেকে নতুন করে লাভা নির্গত হচ্ছে। যা আকাশে ৩০ মিটার (১০০ ফুট) পর্যন্ত ছড়িয়ে পড়ছে। এতে ওই এলাকার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে আগ্নেয়গিরিটি থেকে নতুন করে লাভা নির্গত হওয়ায় আর কোনো বাসিন্দা সেখানে অবস্থান করলে দ্রুত সরে যাওয়ার তাগিদ দিয়েছে কর্তৃপক্ষ।

> হাওয়াইতে অগ্ন্যুৎপাত, দ্বীপজুড়ে জরুরি অবস্থা জারি

হাওয়াইয়ের সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, বাতাসে ক্ষতিকারক সালফার ডাই-অক্সাইড (SO2) ছড়িয়ে পড়ছে।

এতে কেউ ক্ষতিগ্রস্ত হলে জরুরি সহায়তাকর্মীদের পক্ষে কিছুই করার থাকবে না।

অন্যদিকে গত এক সপ্তাহ ধরে আগ্নেয়গিরিটির আশপাশে অন্তত একশ’ ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এর দক্ষিণ-পূর্বদিকে সবশেষ আঘাত হানা ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি নতুন করে কর্তৃপক্ষের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।  

তবে এর ভয়াবহতা কোন পর্যায়ে যেতে পারে তা নিয়ে এখনও কোনো আগাম বার্তা দেয়নি মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।

এক বাসিন্দা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে বলেন, ১৪ বছর আগে যখন এখানে বসবাস শুরু করি, জানতাম কোনো একদিন এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। তবে বাস্তবতা… আসলেই কঠিন! 

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপটির জনবসতির খুব কাছেই শুরু হওয়া এই অগ্ন্যুৎপাতের কারণে বিপদাপন্ন এক হাজার ৭০০ অধিবাসীকে সেখান থেকে বাধ্যতামূলক সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।

শুধু তাই নয়, ‘আমেরিকান রেড ক্রস’ একটি জরুরি ইভাক্যুয়েশন শেল্টার খুলেছে।  

হাওয়াইয়ের গভর্নর ডেভিড আইজি টুইটারে জানিয়েছেন, সেখানকার বাসিন্দাদের সরিয়ে নিতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাশনাল গার্ডের সহায়তায় ‘ইমার্জেন্সি রেসপন্স টিম’ কাজ করে যাচ্ছে।  

ড্রোন থেকে ধারণ করা একটি ফুটেজে দেখা যায়, আবাসিক এলাকার খুব কাছেই একটি ফাটল থেকে লাভার বিস্ফোরণ ঘটছে এবং চারদিকে ধোঁয়ার কুণ্ডুলি ছড়িয়ে পড়ছে।

বাংলাদেশ সময়: ০৮২৮ ঘণ্টা, মে ০৫, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।