ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণে নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, মে ৬, ২০১৮
আফগানিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণে নিহত ১৭ আফগানিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণে নিহত ১৭

আফগানিস্তানের খোস্ত মসজিদের বোমা বিস্ফোরণে অন্তত ১৭জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩০জনের বেশি। সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে হামলা ও হতাহতের এ ঘটনা জানিয়েছে। 

ভোটার নিবন্ধন কেন্দ্র হিসেবে মসজিদটি ব্যবহার করা হয়। নিহত-আহতরা ভোটার নিবন্ধনের কাজ করছিলেন বলে দেশটির স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদ মাজরুহ জানান, রবিবার খোস্ট মসজিদের ভেতরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই এতে ১৭ জন নিহত ও ৩০জনের বেশি আহত হয়েছেন। এরা সবাই সরকারি কর্মকর্তা।

এই ঘটনায় মসজিদে নামাজ পড়া এবং ভোটার নিন্ধনের কার‌্যক্রম বন্ধ রয়েছে। এই হামলার দায় কেউ স্বীকার করেনি।

চলতি বছর অক্টোবর মাসে দেশটির সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা তৈরির কাজ চলছিল। এর আগেও দেশটির কাবুল শহরে বেশ কয়েকটি ভোটার নিবন্ধন কেন্দ্রে হামলার ঘটনা ঘটেছে।   

বাংলাদেশ সময়: ০২২৭ ঘণ্টা, মে ০৭, ২০১৮ 
এমএফআই/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।