ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় দস্যুদের হামলায় নিহত ৪৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৫ ঘণ্টা, মে ৬, ২০১৮
নাইজেরিয়ায় দস্যুদের হামলায় নিহত ৪৫ নাইজেরিয়ায় দস্যুদের হামলায় নিহত ৪৫

উত্তর নাইজেরিয়ার কদুনা রাজ্যের একটি গ্রামের দস্যুদের হামলায় অন্তত ৪৫জন নিহত হয়েছেন। 

রোববার(০৬মে) বিকেলে এই ঘটনা ঘটেছে। এরপর সেনাবাহিনীর সদস্যরা এসে দস্যুদের প্রতিহত করে।

এর আগেও অতি সম্প্রতি এই ধরনের ঘটনা ঘটেছে।

স্থানীয় গণমাধ্যম বলছে, কদুনা রাজ্যের বিরিনা গাওয়ারি এলাকার গাওয়াসাকা গ্রামের রবিবার স্থানীয় সময় আড়াইটায় দস্যুরা গ্রামে হামলা চালায়। এরপর নিরাপত্তাবাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করে দস্যুদের প্রতিহত করে।

কনুদা রাজ্যের পুলিশ প্রধান অস্টিন ইওয়ার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এই গ্রামটি দস্যুদের গ্রাম বলে পরিচিত। এখানে বন সংরক্ষণের কোনো আইন কানুন মানা হয় না।

বাংলাদেশ সময়: ০৪৩৫ ঘণ্টা, মে০৭,২০১৮
এমএফআই/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।