ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বিক্ষোভকারীদের ছোড়া পাথরের আঘাতে পর্যটকের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, মে ৮, ২০১৮
বিক্ষোভকারীদের ছোড়া পাথরের আঘাতে পর্যটকের মৃত্যু সংগৃহীত ছবি

কাশ্মীরে বিক্ষোভকারীদের ছোড়া পাথরের আঘাতে এক ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে। এসময় স্থানীয় এক কিশোরও আহত হয়েছে।

মৃত পর্যটকের বাড়ি চেন্নাইয়ে। তিনি কাশ্মীরের গুলমার্গে বেড়াতে গিয়েছিলেন।

কাশ্মীর পুলিশ জানিয়েছে, বিক্ষোভের সময় পর্যটকের গাড়ি বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে এসে পড়ে। এসময় পাথরের আঘাতে তার মৃত্যু হয়।

পুলিশ এ ঘটনায় তদন্তে নেমেছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। কি কারণে বিক্ষোভ হচ্ছিলো তা এখনও জানা যায়নি।
 
কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বলেন, এ ধরনের ঘটনা বেদনাদায়ক। আমি ভিকটিমের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছি। সেসময় লজ্জায় আমার মাথা নত হয়ে গেছে।

তারিক আহমেদ নামে এক ট্যুর অপারেটর বলেন, এ ঘটনার প্রভাব পর্যটন খাতে পড়বে। কর্তৃপক্ষকে অবশ্যই পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

স্কুলবাসে পাথর ছুড়ে মেরে দুই শিশু আহত হওয়ার এ সপ্তাহের মধ্যেই এ ঘটনা ঘটলো।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, মে ০৮, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।