ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

পরমাণু চুক্তি বাস্তবায়নে ইরানকে সমর্থন ইউরোপীয় ইউনিয়নের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৪ ঘণ্টা, মে ৯, ২০১৮
পরমাণু চুক্তি বাস্তবায়নে ইরানকে সমর্থন ইউরোপীয় ইউনিয়নের ...

ঢাকা: ইরান যতক্ষণ পর্যন্ত পরমাণু চুক্তির বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ ততক্ষণ পর্যন্ত চুক্তি বাস্তবায়নে পূর্ণ সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

বুধবার (০৯ মে) ইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করার ঘোষণা দেওয়ার পর ইউরোপীয় ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট ফ্রেডরিকা মঘরিনি এমনটাই জানিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্তের ফলে ইউরোপের শক্তিধর দেশগুলো হতাশা প্রকাশ করেছে।

অন্যদিকে ইরান এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল এবং ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো এক যৌথ বিবৃতিতে এ চুক্তি বজায় রাখার জন্য ইরানকে আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় আমরা ইরানকে সংযম প্রদর্শনের জন্য উত্সাহ দিচ্ছি। এ চুক্তির আওতায় ইরানের দিক থেকে যেসব বাধ্যবাধকতা আছে, সেগুলো তারা যেনো অবশ্যই মেনে চলে।

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, যুক্তরাষ্ট্র ঘোষণা করলো যে তারা নিজেদের প্রতিশ্রুতির কোনো মর্যাদা রাখে না। এ ঘটনায় ইরান কয়েক সপ্তাহ অপেক্ষা করবে এবং এ চুক্তির পক্ষে যেসব মিত্র দেশগুলো আছে, তাদের সাথে কথা বলবে।  

চুক্তি থেকে আমেরিকার সরে আসার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন সেটিকে 'মারাত্নক ভুল' হিসেবে বর্ণনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেন, ইরানের সঙ্গে পরমাণু চুক্তি ভালোভাবেই কাজ করছিল।

বারাক ওবামা যখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন সে সময় ইরানের সঙ্গে পৃথিবীর বৃহত্ শক্তিগুলো পরমাণু চুক্তি করেছিল। ইরান পরমাণু কার্যক্রম বন্ধ রাখবে এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশন ইরানের যে কোনো পরমাণু স্থাপনায় যে কোনো সময় পরিদর্শন করতে পারবে এই শর্তে এ চুক্তি সম্পাদিত হয়। এ চুক্তির ফলে ইরানের ওপর থেকে অর্থনৈতিক অবরোধ তুলে নেওয়া হয়েছিল।

বাংলাদেশ সময়: ০৫৫৫ ঘণ্টা, মে ০৯, ২০১৮
এসকেবি/এইচএমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।