ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

কাবুলে ফের আত্মঘাতী হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, মে ৯, ২০১৮
কাবুলে ফের আত্মঘাতী হামলা আত্মঘাতী বোমা হামলা (ফাইল ছবি)।

ঢাকা: আফগানিস্তানের রাজধানী কাবুলে ফের আত্মঘাতী বোমা হামলা হয়েছে। বুধবার (০৯ মে) ধারবাহিকভাবে বিকট শব্দে তিনটি বোমার বিস্ফোরণ ঘটে। এরপরই তা প্রতিরোধে বন্দুকযুদ্ধ চলে বলে জানান দেশটির পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

কাবুলের পুলিশ জানায়, বোমা হামলাটি শহরের কেন্দ্রস্থলে ঘটেছে। এর একটির বিস্ফোরণ হয় আমাদের থানা ও সরকারি বিভিন্ন দফতরের কাছে।

এতে হতাহতের আশঙ্কা ছিল।

পুলিশের মুখপাত্র হাশমত স্ট্যানেকজাই বলেন, বোমা হামলার পরই আমরা অ্যাম্বুলেন্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে যাই এবং পুরো এলাকায় জনসাধারণ প্রবেশ বন্ধ করে নিয়ন্ত্রণে নিয়ে আসি।

এদিকে, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, কাবুল শহরের কেন্দ্রস্থলে একটি পুলিশ স্টেশনের প্রবেশপথে তিনটি আত্মঘাতী বোমা হামলা হয়। বিস্ফোরণ এলাকায় সরকারি বিভিন্ন অফিস ও বিদেশি দূতাবাস রয়েছে।

এর আগে কাবুলে দুইদফা আত্মঘাতী বোমা বিস্ফোরণে নয় সাংবাদিকসহ কমপক্ষে ৩১ জন নিহত হন। এছাড়াও সম্প্রতি আফগানিস্তানের খোস্ত মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহতসহ দেশটিতে কয়েক দফায় এর উৎপাত হয়।

বার বার বোমা বিস্ফোরণে দেশটির রাজধানী কাবুলে নিরাপত্তা বাহিনী জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, মে ০৯, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।