ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

কেনিয়ায় ভারী বৃষ্টিপাতে বাঁধ ভেঙে ২০ জনের প্রাণহানি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৫ ঘণ্টা, মে ১০, ২০১৮
কেনিয়ায় ভারী বৃষ্টিপাতে বাঁধ ভেঙে ২০ জনের প্রাণহানি কেনিয়ায় ভারী বৃষ্টিপাতে বাঁধ ভেঙে ১০ জনের প্রাণহানি (সংগৃহীত ছবি)

কেনিয়ায় ভারী বৃষ্টিপাতে বাঁধ ভেঙে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। দেশটির রাজধানী নাইরোবি থেকে ১৯০ কিলোমিটার উত্তর-পশ্চিমে সোলাই শহরে এ ঘটনা ঘটে।

রঙ্গে পুলিশ প্রধান জাফেথ কিওকো জানান, এখন পর্যন্ত ২০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ চলছে।

বাঁধ ভেঙে শহরে পানি ঢুকে প্রায় দুই কিলোমিটার এলাকার ঘরবাড়ি ভেসে গেছে। এতে প্রায় ১শ’-এর বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে।  

নাইকুরু বিভাগের গর্ভনর লি কিনইয়াজুই জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্দিষ্ট করে জানা যায়নি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

কেনিয়ার রেড ক্রসের পক্ষ থেকে বলা হয়েছে, এখন পর্যন্ত ৪০ জনকে উদ্ধার করা হয়েছে। তবে এসব এলাকায় এখনও বহু মানুষ কাদায় আটকা পড়েছে।  

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, মে ১০, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।