ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় শিশুসহ ৭ মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৮ ঘণ্টা, মে ১১, ২০১৮
অস্ট্রেলিয়ায় শিশুসহ ৭ মরদেহ উদ্ধার ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে

অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় একটি এলাকা থেকে চার শিশুসহ সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

পার্থ থেকে ২৮০ কিলোমিটার দক্ষিণে অসমিংটন শহরের একটি বাড়ির ভেতর ও বাইরে থেকে শুক্রবার (১১ মে) মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।

তারা কিভাবে মারা গেছেন সে বিষয়ে কর্তৃপক্ষ পরিষ্কার কোনো তথ্য জানায়নি।

তবে ঘটনাস্থল থেকে দু’টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

কোনো ধরনের হুমকি ছিলো না বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি হত্যা না আত্মহত্যা সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি।

ওয়েস্টার্ন পুলিশ কমিশনার ক্রিস ডাওসন জানিয়েছেন, মরদেহগুলো দু’টি ঘরের বাইরে, বাকিগুলো ঘরের ভেতরে পড়েছিলো। যদি এটি গুলির ঘটনা হয়, তাহলে তা হবে ১৯৯৬ সালে তাসমানিয়ায় ৩৫ জনকে গুলি করে হত্যার ঘটনার পর দ্বিতীয় বড় ন্যাক্কারজনক ঘটনা।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, মে ১১, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।