ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে ১৭ রাজ্যের জন্য ‘বিশেষ’ আবহাওয়া পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৩ ঘণ্টা, মে ১২, ২০১৮
ভারতে ১৭ রাজ্যের জন্য ‘বিশেষ’ আবহাওয়া পূর্বাভাস ছবি: সংগৃীত

ঢাকা: অত্যাধিক গরম ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিতে ভারতের ১৭ রাজ্যে প্রতিদিন সকালে বিশেষ তাপপ্রবাহ বুলেটিন প্রকাশ করা হবে। যাতে করে ওই রাজ্যগুলোর মানুষ আগে থেকেই দিনের তাপমাত্রা জেনে পূর্ব পরিকল্পনা নিতে পারেন। এছাড়াও খাবার পানি ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহে রাখতে পারেন।

শুক্রবার (১১ মে) দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) একটি ভিডিও কনফারেন্সে বলে, পাঁচদিনের আবহাওয়া পূর্বাভাস বুঝে প্রতিদিন সকাল সাড়ে ৭টায় এ বুলেটিন দেওয়া হবে। এতে দিনের তাপপ্রবাহ অনুযায়ী কাজ ও পরিকল্পনা হাতে নিতে পারবেন রাজ্যগুলোর মানুষ।

সাম্প্রতিক ঝড় ও বজ্রবৃষ্টির প্রেক্ষিতে রাজ্যগুলোতে এমন প্রস্তুতিমূলক কর্মসূচি হাতে নিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। এ পদক্ষেপ আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন বড় ঝুঁকিও মোকাবেলা করবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।

এদিকে, আবহাওয়া বিভাগের এমন পূর্ব প্রস্তুতিমূলক পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে রাজ্যগুলো। জনসচেতনতায় এ পদক্ষেপ খুবই কাজে আসবে বলে অনেকেই উল্লেখ করেছেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বাংলাদেশ সময় ১০১৫ ঘণ্টা, মে ১২, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।