ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

প্যারিসে ছুরিকাঘাতে নিহত ১, গুলিতে নিহত হামলাকারীও

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, মে ১২, ২০১৮
প্যারিসে ছুরিকাঘাতে নিহত ১, গুলিতে নিহত হামলাকারীও ছবি-সংগৃহীত

ঢাকা: ফ্রান্সের প্যারিসে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন। এসময় পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হয়েছেন।

হামলাকারীর পরিচয় এখনো নিশ্চিত করতে না পারলেও হামলাকারী ইসলামিক স্টেট (আইএস) এর সদস্য হতে পারেন বলে ধারণা করছে দেশিটির পুলিশ।

প্যারিস পুলিশের বরাত দিয়ে এ সংক্রান্ত খবর প্রকাশ করেছে বিবিসি।

প্রাথমিকভাবে হামলায় দু'জন নিহত ও পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেলেও পরে জানা যায়, ছুরিকাঘাতে একজন নিহত ও চারজন আহত হয়েছেন।  

খবরে আরও বলা হয়, শনিবার (১২ মে) রাতে একটি রেস্টুরেন্টে চালানো এ হামলায় আহতদের মধ্যে দু'জনের অবস্থা গুরুতর।  

বাংলাদেশ সময়: ০৩৩০ ঘণ্টা, মে ১৩, ২০১৮
এসএম/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।