ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় তিন গির্জায় আত্মঘাতী বোমা হামলা, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৮ ঘণ্টা, মে ১৩, ২০১৮
ইন্দোনেশিয়ায় তিন গির্জায় আত্মঘাতী বোমা হামলা, নিহত ৯ হামলার পর ঘটনাস্থলে পুলিশের সতর্ক অবস্থান (সংগৃহীত ছবি)

ইন্দোনেশিয়ায় দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়ার তিনটি গির্জায় আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে নয়জন নিহত হয়েছেন। 

রোববারের (১৩ মে) এ হামলায় ৩৫ জন আহত হয়েছেন বলে দেশটির পুলিশের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।  

পূর্ব জাভা পুলিশের মুখপাত্র ফ্রান্স মাঙ্গেরা জানান, কয়েক মিনিটের মধ্যে হামলাগুলো চালানো হয়।

আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এখন পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি।  

দেশটির টেলিভিশনে দেখানো হয়েছে, একটি গির্জায় আগুন ধরে গেছে।  সেখান থেকে কালো ধোঁয়া বের হচ্ছে।  হামলার পর ধ্বংসস্তূপ গীর্জার চারপাশে ছড়িয়ে রয়েছে।  

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এক নারীকে নিরাপত্তা বাহিনীর জিজ্ঞাসাবাদের সময়েই বিস্ফেরণ ঘটে।

ইন্দোনেশিয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। সম্প্রতি সেখানে অভ্যন্তরীণভাবে গড়ে উঠা জঙ্গি তৎপরতা বেড়েছে।

হামলার পর সুরাবায়া শহরের সব গির্জা সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পুলিশ। এছাড়া একটি বড় ফুড ফেস্টিভ্যাল বাতিল করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, মে ১৩, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।