ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

টেক্সাসে বাড়িতে ৫ গুলিবিদ্ধ মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, মে ১৬, ২০১৮
টেক্সাসে বাড়িতে ৫ গুলিবিদ্ধ মরদেহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে পুলিশ

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি বাড়িতে ৫ জনকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন একজন।

ডেনটন কাউন্টি শেরিফ অফিস থেকে জানানো হয়েছে, টেক্সাসের ফোর্টওর্থ থেকে ৩০ মাইল উত্তরে একটি গ্রামে বুধবার (১৬ মে) সকালে এ গুলির ঘটনা ঘটে।

শেরিফ ক্যাপ্টেন অর‌ল্যান্ডো হিনোজোসা জানিয়েছেন, ঘটনাস্থলে কোনো বন্দুকধারীকে পাওয়া যায়নি।

হতাহতদের বিষয়েও তিনি কোনো তথ্য জানাননি।

ঘটনাস্থলে তদন্তকারী দল উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। আহত ব্যক্তিকে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তার অবস্থা জানা যায়নি।  

সকাল সাড়ে ৮টা নাগাদ ফোন পেয়ে পন্ডার ফায়ার সার্ভিস ছুটে যায়। পরে ঘটনাস্থলে বেশ কয়েকটি মরদেহ দেখতে পান কর্মীরা।

অসমর্থিত সূত্রের বারতে জানা গেছে নিহতদের মধ্যে ‘কয়েকটি শিশু’ রয়েছে।

বাংলাদেশ সময়: ০১০৮ ঘণ্টা, মে ১৭, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।