ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

তামিলনাড়ুতে পুলিশের গুলিতে নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, মে ২২, ২০১৮
তামিলনাড়ুতে পুলিশের গুলিতে নিহত ৯ বিক্ষোভে নির্বিচারে গুলি চালায় পুলিশ। ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের তামিলনাড়ুতে তামার প্ল্যান্ট স্থাপন বন্ধের দাবিতে আন্দোলনরত স্থানীয়দের ওপর গুলি চালিয়েছে পুলিশ। এতে কমপক্ষে ৯ বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।

মঙ্গলবার (২২ মে) বিকেলে তামিলনাড়ুর বন্দর নগরী টুতিকোরিনে এ ঘটনা ঘটে। ভারতের সংবাদমাধ্যমগুলো এ খবর দিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রাজ্যের মুখ্যমন্ত্রী ই পলনাস্বামী বলেন, নয়জনের মৃত্যু হয়েছে। নিহতের প্রত্যেকের পরিবার ক্ষতিপূরণ হিসেবে ৯ লাখ রুপি পাবে। আর যারা গুরুতর আহত হয়েছেন তারা পাবের ৩ লাখ রুপি করে।  
  
বন্দরনগরী টুতিকোরিনে বহুজাতিক কোম্পানি স্টেরলিট কোপার প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নিয়েছে। কিন্তু এর বিরুদ্ধে গত তিনমাসেরও বেশি সময় ধরে হাজারো স্থানীয় জনতা বিক্ষোভ করছেন।  

স্থানীয়দের অভিযোগ, এ বিষয়ে বারবার আপত্তি জানালেও রাজ্য সরকার কোনো সাড়াই দিচ্ছে না।  

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, মে ২২, ২০১৮
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।