ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

কিমের সঙ্গে ১২ জুনের বৈঠক নিয়ে ট্রাম্পের সংশয়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৪ ঘণ্টা, মে ২২, ২০১৮
কিমের সঙ্গে ১২ জুনের বৈঠক নিয়ে ট্রাম্পের সংশয় ডোনাল্ড ট্রাম্প ও কিম জং-উন

আগামী ১২ জুন সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। বহু প্রতীক্ষিত বৈঠকটি নির্ধারিত তারিখে হচ্ছে না বলে জানা গেছে।

হোয়াইট হাউসে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের সঙ্গে বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য জানান।  

বৈঠকের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জানিয়েছেন, উত্তর কোরিয়া যদি শর্ত পূরণ করে তবে বৈঠক হবে।

 পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা থামানোর শর্তটি পূরণে উত্তর কোরিয়া রাজি না হলে যুক্তরাষ্ট্র বৈঠক পেছাবে।

ট্রাম্পের এই বক্তব্যের ফলে কিম জং উনের সঙ্গে অনুষ্ঠিতব্য বৈঠক নিয়ে সংশয় তৈরি হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

তবে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট জানিয়েছেন, পারমাণবিক অস্ত্র নষ্ট করতে চাপ সৃষ্টি করলে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন না।

যুক্তরাষ্ট্র ও কোরিয়ার চলমান যৌথ সামরিক মহড়ার জেরে দক্ষিণের সঙ্গে শীর্ষ পর্যায়ের সংলাপ স্থগিত করে উত্তর কোরিয়া। দেশটি বলছে, এই সামরিক মহড়া বিভক্ত কোরীয় উপদ্বীপের উষ্ণ সম্পর্কের জন্য হুমকি।

বাংলাদেশ সময়: ০৫৫৩ ঘণ্টা, মে ২৩, ২০১৮
এমএফআই/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।