ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বিচারপতি নাসির

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, মে ২৮, ২০১৮
পাকিস্তানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বিচারপতি নাসির সাবেক প্রধান বিচারপতি নাসিরুল মালক। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজনৈতিক অস্থিরতার মুখে পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর দায়িত্ব পেলেন দেশটির সাবেক প্রধান বিচারপতি নাসির উল মুলক।

সোমবার (২৮ মে) দেশটির রাজধানী ইসলামাবাদে একটি সংবাদ সম্মেলনে বিরোধীদলীয় সংসদ নেতা খুরশিদ শাহ এ নিয়োগের ঘোষণা দেন। এতে বলা হয়, পাকিস্তানের আসন্ন সাধারণ নির্বাচনের জন্য আগামী ০১ জুন তিনি অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন।

এদিকে, পাকিস্তানি সরকার ও বিরোধীদল নাসিরকে দেশের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ঘোষণা করে সপ্তাহব্যাপী রাজনৈতিক সংঘাতের অবসান ঘটানো হলো। পাশাপাশি জুলাইয়ের শেষ নাগাদ দেশটির সাধারণ নির্বাচনের দায়িত্বও দেওয়া হলো ৬৮ বছর বয়সী এই বিচারপতির কাছে।

নাসির উল মুলক ২০১৪ সালে পাকিস্তানের সুপ্রিম কোর্টে মাত্র এক বছরের প্রধান বিচারপতির দায়িত্ব পেয়েছিলেন। এসময় তিনি রাজনৈতিকভাবে নিরপেক্ষ হওয়ার জন্য খ্যাতি অর্জন করেন।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, মে ২৮, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।