ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন লাভরভ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৮ ঘণ্টা, মে ৩০, ২০১৮
উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন লাভরভ সার্জেই লাভরভ।

ঢাকা: কোরিয়ান পেনিনসুলার পরিস্থিতি আলোচনার উদ্দেশ্যে আগামী বৃহস্পতিবার (৩১ মে) উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সার্জেই লাভরভ।

বুধবার (৩০ মে) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানায় আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো।  

জানা যায়, আসন্ন সফরে লাভরভ উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রী রি ইয়ং হো’র সঙ্গে সাক্ষাত করবেন এবং তারা দুই দেশের স্বার্থ ও কোরিয়ান পেনিনসুলার পরিস্থিতি বিষয়ক আলোচনায় অংশ নেবেন।

 

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং উনের সম্ভাব্য সাক্ষাতের আগাম প্রস্তুতি শুরু করেছে ওয়াশিংটন ও পিয়ং ইয়ং। আশা করা হচ্ছে, আগামী মাসেই সিঙ্গাপুরে সাক্ষাত করবেন এ দুই রাষ্ট্র প্রধান।  

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, মে ৩০, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।