ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ফের উত্তপ্ত কাশ্মীর, সন্ত্রাসী হামলার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৩ ঘণ্টা, জুন ১, ২০১৮
ফের উত্তপ্ত কাশ্মীর, সন্ত্রাসী হামলার আশঙ্কা সতর্ক অবস্থানে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ছবি: সংগৃহীত

ঢাকা: আবারও উত্তপ্ত ভারতের জম্মু ও কাশ্মীর সীমান্ত। সন্ত্রাসী সংগঠন জাইস-ই-মুহাম্মদের ১২ জন সদস্য সীমান্তে প্রবেশ করে হামলার পরিকল্পনা করছে বলে আশঙ্কা করছে দেশটির নিরাপত্তা বাহিনী। এ নিয়ে প্রদেশ ও দিল্লির নিরাপত্তা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানেও রয়েছেন।

নিরাপত্তা বাহিনী বলছে, সন্ত্রাসীরা রাজ্যে কয়েকভাগে বিভক্ত হয়ে ছড়িয়ে পড়েছে। শনিবার (২ জুন) ১৭ রমজান বদরযুদ্ধ বার্ষিকীতে জাইস- ই-মুহাম্মদের সদস্যরা বড় ধরনের হামলার পরিকল্পনা করতে পারে বলে আশঙ্কা করছে তারা।

গত বছরেও, বদরযুদ্ধ বার্ষিকীতে কাশ্মীরে সিরিজ হামলা হয়েছিল। পরে এ হামলা জাইস-ই-মুহাম্মদ চালিয়েছিল বলে দাবি করেছিল সংগঠনটি।

গত সপ্তাহে, জম্মু ও কাশ্মীরের সোপিয়ান জেলায় সন্ত্রাসী হামলায় তিন সৈন্য আহত হন। এছাড়াও গত রোববার জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার কাকপোরা সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলায় এক সৈন্য নিহত হন। সেইসঙ্গে এক বেসামরিক কর্মীও নিহত হয়েছিলেন।

এদিকে, ভারতের স্বরাষ্ট্র দফতর বলেছিল, যুদ্ধবিরতির কারণে কাশ্মীরে ইতিবাচক প্রভাব পড়েছে এবং সন্ত্রাসী কার্যক্রমও কমে এসেছে।

নিরাপত্তা বাহিনী আশ্বাস দিয়েছিল, পরিস্থিতির উন্নতি হলে রমজানের এই যুদ্ধবিরতি আরও দীর্ঘায়িত হবে।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, জুন ০১, ২০১৮
টিএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।