ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ট্রাম্পকে চিঠি পাঠিয়েছেন কিম জং উন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৭ ঘণ্টা, জুন ১, ২০১৮
ট্রাম্পকে চিঠি পাঠিয়েছেন কিম জং উন

ডোনাল্ড ট্রাম্পকে চিঠি পাঠিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। শুক্রবার (১ জুন) হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য বৈঠক নিয়ে আলোচনা সভায় তার পক্ষে চিঠিটি হস্তান্তর করবেন উত্তর কোরিয়ার এক ঊর্ধ্বতন কর্মকর্তা। 

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা সভার নেতৃত্ব দেবেন কিম জং উনের ঘনিষ্ঠ সহযোগী কিম জং চল। গত বুধবার (৩০ মে) কিম জং চল সন্ধ্যায় সিঙ্গাপুরের সম্ভাব্য বৈঠক নিয়ে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র সচিব মাইক পম্পেও এর সঙ্গে সাক্ষাৎ করেন।

এদিকে ১২ জুন সিঙ্গাপুরের বৈঠকের বিষয়ে আশাবাদী ট্রাম্প। এছাড়া উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণের ব্যাপারেও আশাবাদী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। ট্রাম্প আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বলেছেন, তিনি একটি বৈঠকে সফল হতে চান। কিন্তু অনেক সময় কাজ শেষ করতে একটি বৈঠক যথেষ্ট নয়। এক্ষেত্রে একাধিকবার আলোচনা হতে পারে।  

হোয়াইট হাউসের মুখপাত্র হোগান গিডলি বৃহস্পতিবার (৩১ মে) জানিয়েছেন, বৈঠকের বিষয়ে এখনও আলোচনা চলছে।  

তবে কিম জং চলের সঙ্গে কখন ট্রাম্প দেখা করবেন তা তিনি স্পষ্ট করে বলতে পারেননি।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন চিঠিতে ডোনাল্ড ট্রাম্পকে কি লিখেছেন সে বিষয়েও কিছু জানা যায়নি। তবে আশা করা হচ্ছে, চিঠি পাঠানোর কারণে আবারও সিঙ্গাপুর বৈঠকের প্রত্যাশা বাড়ছে।

গত বছরের ব্যবসায়িক হুমকির পর এই দুই নেতার আগামী ১২ জুন সিঙ্গাপুরে বৈঠক করার কথা ছিলো। কিন্তু গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প বৈঠকটি বাতিল করেছিলেন।

পরে বৈঠকের সিদ্ধান্ত পুনঃবিবেচনা করেন ট্রাম্প। এছাড়‍া ট্রাম্প আহ্বান জানান, পুনরায় বৈঠক করতে চাইলে কিম জং উনকে চিঠি পাঠাতে হবে অথবা ফোনকল করতে হবে। এর একদিনের মধ্যে কিম জং চল যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন।

উভয়পক্ষের সমঝোতার কথা বলা হলেও যুক্তরাষ্ট্রের কর্মকর্তা পম্পেও সতর্ক করে বলেছেন, খুব শিগগির সমাধান আসছে না।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, জুন ১, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।