ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে আটক ১৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, জুন ১, ২০১৮
মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে আটক ১৫

ঢাকা: মালয়েশিয়ায় জঙ্গি বিরোধী অভিযানে ১৫জনকে আটক করা হয়েছে। এরমধ্যে এক বাংলাদেশিও রয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। 

শুক্রবার (০১ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য দিয়েছে। খবরে বলা হয়, সম্প্রতি হওয়া মালয়েশিয়ার জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রে এক নারী প্রাইভেট কার চালিয়ে হামলার চেষ্টা করেন।

পরে পুলিশ তাকে আটক করেছে।  

মালয়েশীয় পুলিশের আইজি মোহাম্মদ ফুজি হারুন এক বিবৃতিতে শুক্রবার ওই নারীর নাম-পরিচয় প্রকাশ করেন।  

বিবৃতিতে তিনি বলেন, পুচংয়ের স্পেশাল ব্রাঞ্চ কাউন্টার টেরোরিজম স্কোয়াড ৫১ বছর বয়সী ওই বৃদ্ধা নারীকে আটক করেছে। ওই নারী অমুসলিম ভোটারদের ওপর হামলার পরিকল্পনা করেছিলেন।

‘ধারণা করা হচ্ছে ওই নারীর সঙ্গে জঙ্গিদের সম্পৃক্ততা রয়েছে। তিনি গ্যাস সিলিন্ডার বোঝাই গাড়িটি অমুসলিম নাগরিকদের বাড়ি এবং প্রার্থনালয়ে বিস্ফোরণের পরিকল্পনাও করেছিলেন। ’

খবরে বলা হয়, জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গত মার্চের ২৭ তারিখ থেকে ৯ মে পর্যন্ত চালানো অভিযানে  ১৫ জনকে আটক করা হয়েছে। আটকদের বয়স ১৭ থেকে ৫১ বছরের মধ্যে।  

দেশটির রাজধানী কুয়ালালামপুর ছাড়াও সেলানগর, জোহর, কেলানতান এবং সাবাহ থেকে তাদের আটক করা হয়।  

আটকদের মধ্যে ছয়জন মালয়েশীয়, ফিলিফিনো বংশদ্ভূত মালয়েশীয় নাগরিক দুইজন ছাড়াও চারজন ফিলিপিনো নাগরিক রয়েছেন। এছাড়া উত্তর আফ্রিকার এক দম্পত্তিসহ আছেন এক বাংলাদেশিও।  

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, জুন ০১, ২০১৮
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।