ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

শিমলায় তীব্র পানির সংকট, স্কুল বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, জুন ৩, ২০১৮
শিমলায় তীব্র পানির সংকট, স্কুল বন্ধ ঘোষণা একটি ওয়াটার ট্যাংকার থেকে পানি সংগ্রহ করছেন শিমলার স্থানীয়রা। ছবি: সংগৃহীত

ভারতের শিমলায় তীব্র পানি সংকট দেখা দিলে সরকারি স্কুলগুলো আগামী পাঁচ দিনে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

রোববার (৩ জুন) ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, গত ১৫ দিন থেকে এ রাজ্যে তীব্র পানির সংকট বিরাজ করছে। শিমলা শহরের বিভিন্ন জায়গায় এনিয়ে প্রতিবাদ কর্মসূচীও পালন করেছে জনতা।

স্থানীয়রা শিমলার মেয়র, ডেপুটি মেয়র এবং কমিশনারের পদত্যাগের দাবি তুলেছেন।

এদিকে পানি সরবরাহে অবহেলার অভিযোগে শিমলা মিউনিসিপাল কর্পোরেশনের একজন কর্মকর্তাকে অব্যাহতির আদেশ দিয়েছেন জলসেচ ও জনস্বাস্থ্য মন্ত্রী মহিন্দর সিং।  

জানা যায়, শনিবার (২ জুন) পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছিল। এসময় পানি সরবরাহ দৈনিক ২২.৫ মিলিয়ন লিটার থেকে ২৮ মিলিয়ন লিটারে দাঁড়ায়। অথচ শিমলা শহরে দৈনিক পানির চাহিদা ৩২ থেকে ৩৫ মিলিয়ন লিটার।

এদিকে পর্যাপ্ত পানি সরবরাহের দাবিতে সড়ক অবরোধ করেছেন শিমলার কাসুম্পতি, মাহলি, জিওয়ানু, পান্থাঘাতি এবং অন্যান্য কলোনির অধিবাসীরা। এসময় একদল নারী শিমলার পানি নিয়ন্ত্রণ কক্ষে লাঠি নিয়ে প্রতিবাদ করেন।

মিউনিসিপাল কর্পোরেশন শিমলা শহরকে তিনটি জোনে ভাগ করে পর্যায়ক্রমে পানি সরবরাহের প্রস্তুতি নিয়েছে। কিন্তু স্থানীয়দের অভিযোগ, কর্পোরেশন শহরের অনেক অংশেই পর্যাপ্ত পানি সরবরাহ করছে না।

অবস্থা বেগতিক দেখে পরিস্থিতি সামাল দিতে পদক্ষেপ নিয়েছেন হিমাচল প্রদেশের উচ্চ আদালত। আদালত পানি সরবরাহ কর্তৃপক্ষকে সবসময় সজাগ থাকার আদেশ দিয়েছেন।

বলা হচ্ছে, অপর্যাপ্ত পানি সরবরাহের কারণে শিমলার পর্যটন খাতের ব্যাপক ক্ষতি হচ্ছে। ইতোমধ্যে পানির বিল পরিশোধ না করায় অনেক হোটেলের পানি সরবরাহ সংযোগ বন্ধ করে দিয়েছে মিউনিসিপাল কর্পোরেশন।  

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, জুন ০৩, ২০১৮
এইচআর/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।