ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মুম্বাইয়ে জেট এয়ারের ফ্লাইট বাতিল, যাত্রী ভোগান্তি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৫ ঘণ্টা, জুন ৪, ২০১৮
মুম্বাইয়ে জেট এয়ারের ফ্লাইট বাতিল, যাত্রী ভোগান্তি বিমানবন্দরে আটকে পড়া যাত্রীরা

যান্ত্রিক ত্রুটির কারণে মুম্বাই এয়ারপোর্টে জেট এয়ারের ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে দুর্ভোগ পোহাতে হয় ফ্লাইটটির ১৫৮ যাত্রীকে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা।

রোববার (৩ জুন) জেট এয়ারের আহমেদাবাদগামী ৯ডব্লিউ২৩১৪ ফ্লাইটটি বাতিল করা হয়।  

জেট এয়ার কর্তৃপক্ষ প্রথমে জানান আহমেদাবাদ এয়ারপোর্টের নিয়ন্ত্রণ জটিলতার কারণে ফ্লাইটটি বাতিল করা হয়েছে।

কিন্তু পরে তারা বিমান জটিলতার কথা স্বীকার করেন।

দেবেন্দ্র নামে এক যাত্রী জানান, তারা প্রায় এক ঘণ্টা বিমানে বসেছিলেন। কিন্তু এই ঘণ্টায় বিমানটি রানওয়েতেও যায়নি। দুপুর ১২টায় আহমেদাবাদে তার পৌঁছানোর কথা ছিল। মুম্বাই থেকে ফিরতি ফ্লাইটের টিকিটও বুকিং করেছিলেন তিনি।  

নিমেশ ভোরা তার তিন, স্ত্রী ও মাকে নিয়ে রাত আড়াইটা থেকে এয়ারপোর্টে অপেক্ষা করছিলেন। তারা প্যারিস থেকে একটি ফ্লাইটে করে মুম্বাই এয়ারপোর্টে আসেন। সেখান থেকে সকাল ৮টার ফ্লাইটে তাদের আহমেদাবাদ যাওয়ার কথা ছিল। পরে জেট এয়ার কর্তৃপক্ষ তাদের টিকিট অথবা টাকা ফেরত নিলে বলে।  

জেট এয়ারের এক মুখপাত্র জানান, জেটএয়ারের মুম্বাইগামী ফ্লাইটটি যান্ত্রিক ত্রুটির কারণে বাতিল করা হয়। যাত্রীদের জন্য বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হয়।  

যাত্রীদের দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, জুন ০৪, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।