ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মুম্বাইয়ে বহুতল ভবনে আগুন, ধসে পড়েছে একাংশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩০ ঘণ্টা, জুন ৯, ২০১৮
মুম্বাইয়ে বহুতল ভবনে আগুন, ধসে পড়েছে একাংশ আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিস কর্মীরা

মুম্বাইয়ের ফোর্ট এলাকায় বহুতল একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ভবনটির একাংশ ধসে পড়ার খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

স্থানীয় সময় শনিবার (০৯ জুন) ভোর সাড়ে ৪টার দিকে ‘প্যাটেল চেম্বার’ নামের ওই ভবনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়।

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, ভবনের লেভেল-৩ এ আগুনের সূত্রপাত। আগুন নিয়ন্ত্রণে গিয়ে ফায়ারের দুই কর্মী আহত হয়েছেন। আগুনের ভয়াবহতায় ভবনটির একাংশ ধসে পড়েছে। তবে ভবনের ভেতরে কেউ আটকা পড়েননি।

প্রধান অগ্নিনির্বাপক কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট, ১১টি ট্যাংকার ও অন্তত দেড়শ কর্মী কাজ করছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করা হবে।

দশ দিনের ব্যবধানে মুম্বাইয়ের ফোর্ট এলাকায় এটি দ্বিতীয় অগ্নিকাণ্ডের ঘটনা। এর আগে গত শুক্রবার (০১ জুন) দক্ষিণ মুম্বাইয়ের সিন্দিয়া হাউজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যা এখনও তদন্তাধীন।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, জুন ০৯, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।