ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মীর সীমান্তে অনুপ্রবেশকালে ৬ ‘সন্ত্রাসী’ নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২১ ঘণ্টা, জুন ১০, ২০১৮
কাশ্মীর সীমান্তে অনুপ্রবেশকালে ৬ ‘সন্ত্রাসী’ নিহত প্রতীকী ছবি

ভারতের জম্মু-কাশ্মীর সীমান্তের অনুপ্রবেশের সময় ভারতের সেনাবাহিনীর গুলিতে ৬ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে। প্রদেশের রাজধানী শ্রীনগর থেকে প্রায় ৯৪ কিলোমিটার দূরে কুপওয়ালা জেলার কেরান সেক্টরে রোববার (১০ জুন) এ ঘটনা ঘটে।ঘটনার জেরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা সীমান্ত এলাকায় নিরাপত্তা বাড়িয়েছে।

দুইদিন আগে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এই জেলার সীমান্ত এলাকা পরিদর্শন করেন।  এসময় তিনি সীমান্ত অধিবাসীদের সাথে দেখাও করেন।

 

এর আগে রমজান মাসকে ঘিরে এই সীমান্ত এলাকায় সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছিল কেন্দ্র।

জম্মু-কাশ্মীর সীমান্তে এই ছয়জনসহ গত দুই সপ্তাহে ২১ জন ‘সন্ত্রাসী’ নিহত হওয়ার খবর পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, জুন ১০, ২০১৮
এএইচ/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।