ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

কাবুলে তিন বিদেশি নাগরিককে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, আগস্ট ২, ২০১৮
কাবুলে তিন বিদেশি নাগরিককে হত্যা কাবুলে তিন বিদেশি নাগরিককে হত্যা। ছবি: সংগৃহীত

ঢাকা: আফগানিস্তানের রাজধানী কাবুলে সন্ত্রাসীরা তিন বিদেশি নাগরিককে অপহরণের পর হত্যা করেছে বলে জানিয়েছেন দেশটির নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা। 

বৃহস্পতিবার (২ আগস্ট) আফগানিস্তানের নিরাপত্তা কর্মকর্তা ও কূটনীতিকদের বরাত দিয়ে এ সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।  

দেশটির এক ঊধ্বর্তন কূটনীতিক বলেন, নিহতরা ভারত, মালয়েশিয়া ও মেসিডোনিয়ার নাগরিক।

 

কাবুল পুলিশের প্রধান ও মুখপাত্র হাসমত স্ট্যানেকজাই বলেন, তিন নাগরিককে অপহরণের পর হত্যা করা হয়। আমরা তাদের মরদেহ উদ্ধার করেছি।  

মালয়েশিয়ান নাগরিকের বয়স ৬৪ বছর, ভারতীয় নাগরিকের বয়স ৩৯ বছর ও মেসিডোনিয়ার নাগরিকের বয়স ৩৭ বছর বলে সংবাদ প্রকাশ করেছে স্থানীয় সংবাদমাধ্যম।  

পুলিশ বলছে, এ তিন বিদেশি নাগরিককে কাবুলের পূর্বাঞ্চলের পুল-এ-চারখি’র কাছ থেকে অপহরণ করা হয়। তাদের মরদেহ উদ্ধার করা হয় দক্ষিণাঞ্চলের মুসাই জেলা থেকে।  

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগী মুখপাত্র নুসরাত রাহিমি বলেন, তাদের গুলি করে হত্যা করা হয়। তারা স্থানীয় এক ড্রাইভারকে নিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন।

এক আফগান নিরাপত্তা কর্মকর্তা বলেন, তাদের মরদেহের পাশেই পরিচয়পত্র পাওয়া যায়। তারা তিনজন বিশ্বের বিখ্যাত খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান সোডেক্সোর শেফ ছিলেন। পরে তাদের কর্মস্থল থেকে পরিচয় নিশ্চিত হওয়া যায়।  

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৮ 
এএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।