ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিন কর্মকর্তা নিষেধাজ্ঞার পাল্টা হুমকি এরদোগানের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৮
মার্কিন কর্মকর্তা নিষেধাজ্ঞার পাল্টা হুমকি এরদোগানের রজব তৈয়ব এরদোগান। 

মার্কিন ধর্মযাজক আটকের ঘটনায় দুই তুর্কি মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপের পর মার্কিন কর্মকর্তাকেও নিষেধাজ্ঞার পাল্টা হুমকি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান। 

শনিবার (৪ আগস্ট) তুর্কি প্রেসিডেন্ট বলেন, ওয়াশিংটনের নিষেধাজ্ঞা আরোপের প্রতিশোধ হিসেবে মার্কিন কর্মকর্তার ওপর তুরস্কের নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

তবে এ বিষয়ে মার্কিন প্রশাসনের নির্দিষ্ট কোনো কর্মকর্তা কথা সুস্পষ্ট করে বলেননি তিনি।

গত বুধবার (১ আগস্ট) তুরস্কের বিচার বিষয়ক মন্ত্রী আবদুল হামিত গুল ও স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সইলুর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। মার্কিন ধর্মযাজক অ্যান্ড্রু ব্রানসনকে তুরস্কে আটকের পর বিচারের মুখোমুখি করায় এ পদক্ষেপ নেয় যুক্তরাষ্ট্র।  

তুরস্ক সরকারের অভিযোগ, এ যাজক ২০১৬ সালে তুরস্কের ব্যর্থ অভ্যুত্থানের সঙ্গে জড়িতে ছিলেন। অতঃপর মার্কিন নিষেধাজ্ঞাকে ‘অগ্রহণযোগ্য’ বলেও আখ্যা দেয় আনকারা।

টেলিভিশনে সম্প্রচারিত বার্তায় এরদোগান বলেন, যদি তুরস্কে মার্কিন বিচার ও স্বরাষ্ট্রমন্ত্রীদের সম্পদ থাকে তবে ওই সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশনা দিয়েছি।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৮
এএইচ/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।