ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইতালিতে বিমানবন্দরের কাছে বিস্ফোরণে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৮ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৮
ইতালিতে বিমানবন্দরের কাছে বিস্ফোরণে নিহত ২ বিস্ফোরণের পর গাড়িতে আগুন ধরে যায় (সংগৃহীত ছবি)

ইতালির বোলোনিয়া বিমানবন্দরের কাছে দুই ট্রাকের সংঘর্ষে বিস্ফোরণে কমপক্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবারের (৬ আগস্ট) এই দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় ৭০ জন।  

পুলিশ বলছে, বিস্ফোরণের পর আশপাশের এলাকা কালো ধোঁয়াতে আচ্ছন্ন হয়ে যায়। দুর্ঘটনার পর বিমানবন্দরে যাওয়ার সড়কটি বন্ধ করে দেওয়া হয়।

 

স্থানীয় গণমাধ্যমের রবাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, দাহ্যবস্তু বহনকারী একটি লরি ট্রাককে আরেকটি ট্রাক ধাক্কা দিলে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে সেখানেকার ব্রিজের কিছু অংশ ধসে পড়ে। আগুন ব্রিজের নিচের একটি কারপার্কে ছড়িয়ে পড়লে সেখানকার কয়েকটি গাড়িতে আগুন ধরে বিস্ফোরণ হয়।

দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।  

একইদিনে দক্ষিণ ইতালীর পুগলিয়া অঞ্চলে আরেকটি দুর্ঘটনায় ১২ অভিবাসী শ্রমিক নিহত হন।
 
বাংলাদেশ সময়: ০৯৩৭ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।