ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে কয়লা খনি বিস্ফোরণে ৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০১ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৮
চীনে কয়লা খনি বিস্ফোরণে ৪ জন নিহত চীনে কয়লা খনি বিস্ফোরণে ৪ জন নিহত

ঢাকা: চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পার্বত্য প্রদেশ গুইঝুতে একটি কয়লা খনির বিস্ফোরণে চার শ্রমিকের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছেন অন্তত নয় জন।

সোমবার (৬ আগস্ট) রাতে প্রদেশের পানঝু শহরের জিমুজিয়া কয়লা খনিতে এ দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্টদের বরাত দিয়ে সংবাদটি প্রকাশ করেছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া।

‘পানান কোল ইনভেসমেন্ট করপোরেশন’ নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানচালিত খনিটিতে থেকে বছরে প্রায় ৩ লাখ টন কয়লা উৎপাদন হয়।  

প্রশাসনিক কর্মকর্তারা বলছেন, বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি। উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।  

গত এপ্রিলে খনিটিতে নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন হয়। এরপর কয়লা খনি কর্তৃপক্ষকে তাদের নিরাপত্তা বিষয়ে বেশকিছু সংশোধনীর জন্য বলা হয়।     

পানান কোল ইনভেসমেন্ট করপোরেশন এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।  

এর আগে চলতি বছরের জুনে লিয়াওনিংয়ে একটি লৌহ আকরিক খনিতে বিস্ফোরণে ১১ জনের প্রাণহানি হয়।  

বাংলাদেশ সময়: ০৯৫৯ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৮
এএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।