ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

নারীদের নম্বর পরিবর্তনে টোকিও মেডিকেলের দুঃখ প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৮
নারীদের নম্বর পরিবর্তনে টোকিও মেডিকেলের দুঃখ প্রকাশ নারীদের নম্বর পরিবর্তনে টোকিও মেডিকেলের দুঃখ প্রকাশ।

ঢাকা: ভর্তি পরীক্ষায় নারীদের নম্বর গরমিলের জন্য দুঃখ প্রকাশ করেছে জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ টোকিও মেডিকেল বিশ্ববিদ্যালয় (টিএমইউ)। সংবাদমাধ্যম বলছে, নারী শিক্ষার্থী সীমাবদ্ধ করতে মেডিকেল বিশ্ববিদ্যালয়টি এমন কাজ করেছিলো। 

বুধবার (৮ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। খবরে বলা হয়, অনুসন্ধানে দেখা গেছে, ২০০৬ সাল থেকে মেডিকেল বিশ্ববিদ্যালয়টি নারী ভর্তিচ্ছুদের নম্বর পরিবর্তন করে আসছে।

 

এছাড়াও যে সকল পুরুষ প্রার্থীরা কমপক্ষে চারবার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাদেরও নম্বর কমিয়ে দিয়েছে মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বীকার করেছে, অর্থ দেওয়ার কারণে ১৯ জন ভর্তিচ্ছুর নম্বরও বাড়িয়ে দিয়েছেন তারা।  

টোকিও মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক তেতসুও ইউকিওকা বলেন, আমরা জনগণের বিশ্বাস ভঙ্গ করেছি। আমরা এর জন্য অকপটভাবে দুঃখ প্রকাশ করছি।

বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট কেইসুকে মিয়াজাওয়া বলেন, অঙ্গীকার করছি, আগামী বছর থেকে স্বচ্ছ প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে গত সপ্তাহে মেডিকেল বিশ্ববিদ্যালয়টির বিরুদ্ধে নারী ভর্তিচ্ছুদের নম্বর গরমিলের অভিযোগ ওঠে।  

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৮
এএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।