ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানি গায়িকা-অভিনেত্রীকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২০ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৮
পাকিস্তানি গায়িকা-অভিনেত্রীকে গুলি করে হত্যা রেশমা নামের এক গায়িকা-অভিনেত্রীকে গুলি করে হত্যা করা হয়েছে।

ঢাকা: পাকিস্তানের খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের নওসেরা কালান জেলায় রেশমা নামের এক গায়িকা-অভিনেত্রীকে গুলি করে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডে অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। 

বৃহস্পতিবার (৯ আগস্ট) নওসেরা কালানের হাকিমাবাদ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে বলে জানায় স্থানীয় সংবাদমাধ্যম। রেশমা ছিলেন অভিযুক্ত স্বামীর চতুর্থ স্ত্রী।

রেশমা পশতু গানের জন্য বিখ্যাত। তিনি পাকিস্তানি নাটক ‘জোবাল গোলুনা’ নাটকে অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছেন।

পুলিশ বলছে, রেশমার সঙ্গে তার স্বামীর কলহ ছিল। এর জের ধরে অভিযুক্ত ঘরে ঢুকে রেশমাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এরপর তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।  

খাইবার পাখতুনখাওয়ায় এটি নারী শিল্পীদের ওপর সহিংসতার ১৫তম ঘটনা। গত ৩ ফেব্রুয়ারি সুনবুল নামে আরেক নারী শিল্পীকে গুলি করে হত্যা করা হয়।  

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৮
এএইচ/এইচএ/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।