ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইদলিবে ঝুঁকিতে ১০ লাখ শিশু: ইউনিসেফ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৮
ইদলিবে ঝুঁকিতে ১০ লাখ শিশু: ইউনিসেফ ইদলিবে ঝুঁকিতে রয়েছে ১০ লাখেরও বেশি শিশু।

ঢাকা: সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের প্রদেশ ইদলিবে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে চলমান যুদ্ধের কারণে ঝুঁকিতে রয়েছে ১০ লাখেরও বেশি শিশু, যাদের অধিকাংশেরই বাস শরণার্থী শিবিরে।

শুক্রবার (১০ আগস্ট) জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফ এক বিবৃতিতে এ উদ্বেগজনক তথ্য জানায়।  

ইউনিসেফের বিবৃতিতে বলা হয়য়, ১০ লাখের বেশি গৃহহারা সিরিয়ানের এ গ্রামীণ প্রদেশে এরইমধ্যে বৃহৎ খাদ্য, পানি ও ওষুধের ঘাটতি পড়েছে।

কৌশলগত দিক থেকে সরকার ও বিদ্রোহীদের সবশেষ বড় এ রণক্ষেত্রে যুদ্ধ চলতে থাকলে ভয়াবহ মানবিক বিপর্যয় পরিস্থিতি তৈরি হতে পারে। যার ফলে গৃহহীন হতে পারে সাড়ে তিন লাখেরও বেশি শিশু।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, ইদলিব প্রদেশ ও এর পাশে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত অঞ্চল মিলিয়ে ২৯ লাখ মানুষ বসবাস করেন। এখান থেকে বিদ্রোহীদের হটিয়ে দিতে প্রাণপণ লড়াইয়ে নেমেছে বাশার আল-আসাদের বাহিনী।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৮
এএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।