ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ার দাবানলে হাজারও মানুষের গৃহত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৬ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৮
ক্যালিফোর্নিয়ার দাবানলে হাজারও মানুষের গৃহত্যাগ দাবানলের কারণে ঘরবাড়ি ছেড়ে যাচ্ছেন ক্যালিফোর্নিয়ার বাসিন্দারা

ঢাকা: ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে ক্রমবর্ধমান দাবানলের কারণে ২১ হাজারের বেশি মানুষ তাদের বাড়ি-ঘর ত্যাগ করে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। এদিকে লেক এলসিনোরে অঞ্চলে বেড়েছে দাবানলের সতকর্তা।

শনিবার আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। খবরে বলা হয়, ‘হলি ফায়ার’ দাবানলের কারণে অরেঞ্জ কাউন্টির লেক এলসিনোরেতে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য বাধ্যকাধকতা জারি করা হয়েছে।

খবরে বলা হচ্ছে, সান ডিয়াগোর উত্তরাঞ্চলের বনে ক্ষয়ক্ষতি হয়েছে ১৯ একরের বেশি জায়গার।  

বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়া পরিস্থিতির অবনতি হচ্ছে, সঙ্গে যুক্ত হয়েছে বজ্রপাতের সম্ভাবনা। যার ফলে আগামী দিনগুলোতে ভয়াবহ অগ্নি পরিস্থিতি তৈরি হবে।  

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা বলছে, দেশটির পশ্চিমাঞ্চলে গত সপ্তাহ থেকে ক্যালিফোর্নিয়ার দাবানল ও অন্যান্য অগ্নিকান্ডের ঘটনায় বিশাল অঞ্চলজুড়ে ধোঁয়া দেখা যাচ্ছে। যার ফলে এর প্রভাব পড়েছে বেশ কিছু অঞ্চলের বায়ুমণ্ডলে।

‘হলি ফায়ার’ নিয়ন্ত্রণে ৬০০ জন দমকল কর্মী কাজ করছে। ‘হলি ফায়ার’ ক্যালিফোর্নিয়ার বড় ১৮টি দাবানলের মধ্যে অন্যতম।  

ইতোমধ্যে মেনদসিনোকে কমপ্লেক্স ফায়ারকে ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে বড় দাবানল হিসেবে ঘোষণা করা হয়েছে। ২ লাখ ৯০ হাজার একরের বেশি জায়গাজুড়ে বিস্তৃত হয়েছে মেনদসিনো।  

এছাড়াও ‘কার ফায়ার’ নামে আর একটি দাবানলে প্রাণ হারিয়েছেন অন্তত সাতজন। এছাড়াও ক্ষতিগ্রস্থ হয়েছে দেড় হাজার অবকাঠামো।  

শুক্রবার (১০ আগস্ট) দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন, কার ফায়ারের ৫১ শতাংশ নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে।  

পুরো ক্যালিফোর্নিয়ার কয়েকটি দাবানলের ঘটনায় ১৪ হাজারের বেশি দমকল কর্মী দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন।  

বাংলাদেশ সময়: ০৭২৩ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৮
এএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।