ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

নিজেদের নাগরিক রোহিঙ্গাদের ফেরত নিন, মিয়ানমারকে মাহাথির

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
নিজেদের নাগরিক রোহিঙ্গাদের ফেরত নিন, মিয়ানমারকে মাহাথির মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। ছবি: সংগৃহীত

ঢাকা: মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ বলেছেন, মিয়ানমারকে রোহিঙ্গাদের অবশ্যই স্বীকৃতি দিতে হবে কারণ তারা দেশটির নাগরিক হিসেবে সেখানে প্রজন্মের পর প্রজন্ম বসবাস করে আসছে। 

মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ায় একটি পশ্চিমা প্রভাবশালী সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে মিয়ানমারের প্রতি এ আহ্বান জানান।  

সাক্ষাতকারের পুরোটা সময়জুড়ে রোহিঙ্গা মুসলমানদের ওপর মিয়ানমার সরকারের বর্বরোচিত আচরণের নিন্দা জানান এবং এঘটনায় গণতন্ত্রকামী নেত্রী অং সান সুচির ভূমিকা ‘খুবই হতাশা’ প্রকাশ করেন তিনি।

 

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের সঙ্গে তারা (মিয়ানমার) যা করেছে এটি একে বারেই ঠিক করেনি। এটা খুবই বড় ধরনের অবিচার, মানুষ হত্যা, গণহত্যা- এটা সভ্য কোনো জাতির আচরণ নয়, এটা পুরোপুরি অন্যায়।

এ সময় রোহিঙ্গা ইস্যু ছাড়াও নাজিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।   

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।