ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

কাবুলে আত্মঘাতী হামলায় নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৮
কাবুলে আত্মঘাতী হামলায় নিহত ২৫

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে আত্মঘাতী হামলার খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। এতে কমপক্ষে ২৫ জন নিহত ও ৩৫ জন আহতের খবর প্রকাশ করা হয়েছে।

দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহেদ মাজরো বলেন, প্রশিক্ষণ ক্লাস চলার সময় ‘উদ্দেশ্যপ্রণোদিত’ ওই হামলায় কমপক্ষে ২৫ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন।  

আহতদের কাবুল ও আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় মৃতের সংখ্যা বাড়তে পারে।

প্রাথমিক হামলায় দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী বা সংগঠন।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।