ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সড়ক দুর্ঘটনায় সৌদিতে একই পরিবারের নিহত ৪ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৩ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৮
সড়ক দুর্ঘটনায় সৌদিতে একই পরিবারের নিহত ৪ 

ঢাকা: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দু’জন।

শুক্রবার (১৭ আগস্ট) বাংলাদেশ সময় দিনগত রাত সাড়ে ১২টার দিকে সৌদি আরবের জেদ্দায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, একই পরিবারের ৬ সদস্য তায়েফ যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন।

দুর্ঘটনায় বাবাসহ ৩ মেয়ে নিহত হন।

নিহতরা হলেন- প্রবাসী মশিউর রহমান (৪৭), মেয়ে- সায়মা (১৪), সিনথিয়া (১২) ও সাবিহা (৯)।  

দুর্ঘটনায় গুরুতর আহত মশিউর রহমানের স্ত্রী ও ছেলে সৌদির কিং আব্দুলাজিজ হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।  

মশিউর চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানার সাঈদ ভাঙ্গা গ্রামের মৃত অহিদ রহমানের ছেলে।

বাংলাদেশ সময়: ০৬৫৮ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।