ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বাজপেয়ীর শেষকৃত্য বিকেলে, ৭ দিনের শোক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৪ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৮
বাজপেয়ীর শেষকৃত্য বিকেলে, ৭ দিনের শোক বাজপেয়ীর মরদেহে শ্রদ্ধা নিবেদন করছেন মোদী। ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর শেষকৃত্য সম্পন্ন হবে দিল্লির জাতীয় স্মৃতিস্তম্ভে শুক্রবার (১৭ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৪টায়। এছাড়া তার মৃত্যুতে ভারতজুড়ে সাতদিন জাতীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার।

এর আগে বৃহস্পতিবার (১৬ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৫টা ৫ মিনিটে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সে (এইমস) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

বর্তমানে বাজপেয়ীর মরদেহ তার নিজ বাসা ৬-এ কৃষ্ণ মেনন মার্গে রয়েছে।

কিছুক্ষণের মধ্যেই মরদেহটি বিজেপি সদরফতরে নিয়ে যাওয়া হবে। সেখানে বিজেপির নেতারা তাকে শেষ শ্রদ্ধা জানাবেন। এছাড়াও বৃহস্পতিবার বাজপেয়ীকে দেখতে হাসপাতালে ছুটে যান দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ তার দলের শীর্ষ নেতারা।

গত ১১ জুলাই থেকে কিডনি সংক্রমণ নিয়ে ওই হাসপাতালে ভর্তি ছিলেন ভারতের তিনবারের এ সাবেক প্রধানমন্ত্রী। সেখানে তার অবস্থার অবনতি হলে বুধবার (১৫ আগস্ট) রাত থেকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

এদিকে, বাজপেয়ীর শেষকৃত্যতে যোগ দিতে শুক্রবার দিল্লি যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

বাংলাদেম সময়: ১১২০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।