ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় হামলায় অন্তত ১৯ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৮
নাইজেরিয়ায় হামলায় অন্তত ১৯ জনের প্রাণহানি দেশটির সামরিক বাহিনীর টহল

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি গ্রামে সন্ত্রাসীদের হামলায় অন্তত ১৯ জনের প্রাণহানি হয়েছে। রোববার (১৯ আগস্ট) এ হামলার ঘটনা ঘটে বলে সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

খবরে বলা হয়, এ হামলার কারণে নাইজেরিয়ার সন্ত্রাসী সংগঠন বোকো হারাম ও ইসলামিক স্টেট অব ওয়েস্ট আফ্রিকার কাছে নাইজেরিয়ার পরাজয়ের বিষয়টি সামনে চলে এসেছে। সম্প্রতি কয়েক মাসে দেশটির সামরিক বাহিনী বড় ধরনের পরাজয়ের মুখোমুখি হয়েছে।

 

দেশটির বোর্নো প্রদেশের গুজামালা অঞ্চলে মাইলারি গ্রামে রাত ২টার দিকে এ হামলা হয়। এ হামলায় বেঁচে যান আবাতচা ওমর নামের এক ব্যক্তি।

আবাতচা ওমর সংবাদমাধ্যমকে বলেন, বোকো হারাম নাকি আইএস সদস্যরা এ হামলা চালিয়েছে তা তিনি বুঝতে পারেননি। তিনি বলেন, তার ছোট ভাইসহ ১৯ জন নিহত হয়েছেন।

তবে আহতদের সহযোগিতায় এগিয়ে আসা একটি সাহায্য সংস্থা বলছে, এ হামলায় নিহতের সংখ্যা ৬৩ হতে পারে।  

আবাতচা ওমর বলেন, এ হামলার আগে গ্রামে সন্ত্রাসী সংগঠনের সদস্যদের দেখা গেছে।  

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৮
এএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।