ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আঙ্কারায় মার্কিন দূতাবাসে গুলি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৮
আঙ্কারায় মার্কিন দূতাবাসে গুলি আঙ্কারায় মার্কিন দূতাবাসে গুলি

তুরস্কের রাজধানী আঙ্কারায় মার্কিন দূতাবাসে বন্দুকধারীরা গুলি করেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, একটি গাড়ি থেকে জানালার দিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তবে এসময় কেউ হতাহত হয়নি।  

সোমবার (২০ আগস্ট) আঙ্কারায় অবস্থিত মার্কিন দূতাবাসে এ হামলা হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।  

বিশ্লেষকরা বলছেন, মার্কিন যাজক আটকের ঘটনায় তুরস্ক ও মার্কিন সম্পর্কের অবনতি ঘটেছে।

এর মধ্যে আঙ্কারায় মার্কিন দূতাবাসে গুলির ঘটনা দেশ দু’টির কূটনৈতিক সম্পর্কে প্রভাব ফেলতে পারে।  

তুরস্কের এক পুলিশ কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, গাড়ি চালানো অবস্থায় বন্দুকধারীরা সোমবার আনুমানিক ভোর ৫টায় গুলি করে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ সপ্তাহে ঈদুল আযহা উপলক্ষে দূতাবাসে ছুটি শুরু হয়েছে।  

তিনি আরও বলেন, সাদা রঙের একটি গাড়ি থেকে হামলা চালানো হয়। হামলাকারী ও সেই গাড়ির খোঁজ চলছে।  

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৮
এএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।